ডেঙ্গু সতর্কতাঃ কখন হাসপাতালে ভর্তি প্রয়োজন?
অন্যান্য বছরের চেয়ে এ বছর এডিস মশা বাহিত মশার কামড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এডিস মশার কামড় ছাড়াও ডেঙ্গু ছড়িয়ে পড়ার কিছু মাধ্যম হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশনে অরগান ট্রান্সপ্লান্টেশন। ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা সংশ্লিষ্ট চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের ডেঙ্গু রোগে উচ্চ তাপমাত্রার জ্বর সহ প্রচন্ড শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, মাথা ব্যথা, বমির ভাব, বমি হওয়া, শরীরে র্যাশ ওঠা সহ বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এক সময় তা জটিল আকার ধারণ করে। ডেঙ্গি হেমোরেজিক ফিভার ডেঙ্গু শক সিনড্রোম এ চলে গিয়ে মাঝে মাঝেই রোগীর জীবন বিপন্ন করে তুলছে। বিভিন্ন বাসা বাড়ির ছাদে রাখা ফুলের টবে রাস্তাঘাটে ব্যলকনিতে ফুলের টবের মধ্যে জমা বাড়ির আশেপাশে জমানো পানি এগুলো হচ্ছে এডিস মশার বড় ধরনের বিস্তার ও উৎপত্তিস্থল।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের স্বাভাবিক খাবারের পাশাপাশি পানিসহ প্রয়োজনীয় তরলখাদ্য গ্রহণ করা একান্ত প্রয়োজন। শরীরের জ্বর ও শরীরের ব্যথা কমানোর জন্য কোন অবস্থাতেই Clofenac, Diclofenac, Voltaren, Ibuprofen, Profen, Naproxen, Etorix, Disprin জাতীয় ঔষধ, সাপোজিটরি রোগীর মুখে খাওয়া অথবা রোগীর মলদ্বার এ ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। যা ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
কখন হাসপাতালে ভর্তি হতে হবে?
- ১। রোগীর রক্তের প্লাটিলেট কমে যেতে থাকলে
- ২। রোগীর ব্লাড প্রেসার কমতে থাকলে
- ৩। রোগী অত্যাধিক দুর্বলতা অনুভব করলে
- ৪। মুখে পর্যাপ্ত খেতে না পারলে
- ৫। পালস রেট কমে গেলে
- ৬। অন্য কোন অস্বাভাবিক কোন উপসর্গ দেখা গেলে
সাথে সাথেই ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা অতীব জরুরী।
রোগীর পরীক্ষার সংক্রান্ত ব্যাপারে কমপক্ষে CBC টেস্ট করতে হবে। জ্বর শুরু হওয়ার প্রথম পাঁচ দিনের মধ্যে NS1 Dengue (জ্বর ৫ দিনের বেশি অতিক্রান্ত হলে ICT DENGUE), SGPT পরীক্ষা করা প্রয়োজন। CBC একদিন পরপর পরীক্ষা করা প্রয়োজন ও রেজিস্টার্ড চিকিৎসককে দেখিয়ে সে অনুযায়ী সিদ্ধান্ত মেনে চলা একান্ত করণীয় দায়িত্ব কর্তব্য।
ডেঙ্গু থেকে রক্ষা পেতে মহান আল্লাহ সাহায্য কামনা করুন। সচেতনতা বজায় রাখুন, সতর্কতা অবলম্বন করুন।
এ ব্যাপারে শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন আমীন।
ডাঃ এ কে এম আশরাফুল করিম
উপ পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আগ্রাবাদ

কি রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন?
প্রথমবারের মতো কোনো রোগের উপসর্গ দেখা গেলে সবার প্রথমে আমরা যেই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশী চিন্তায় পড়ি তা হচ্ছে, কোন …বিস্তারিত

ডেঙ্গু সতর্কতাঃ কখন হাসপাতালে ভর্তি প্রয়োজন?
অন্যান্য বছরের চেয়ে এ বছর এডিস মশা বাহিত মশার কামড়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এডিস মশার কামড় …বিস্তারিত

শিশুর এডিনয়েড এর কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার কি?
শীতকালে সাধারণত শিশু ও কিশোরদের ঠান্ডা-সর্দি জনিত নানা রোগ বাড়তে দেখা যায়। বিশেষ করে নাক, গলা ও কানের সমস্যা বেড়ে …বিস্তারিত

শব্দদূষণ একটি অদৃশ্য আতংকের নাম।
শব্দদূষণ (Noise Pollution) শব্দদূষণ একটি অদৃশ্য আতংকের নাম। এটা চোখে দেখা যায়না কিন্তু জল-স্থল-অন্তরীক্ষে সব জায়গায় হতে পারে। শব্দ দূষণকে …বিস্তারিত

মাথা ব্যথার কারণ, ধরণ ও প্রকারভেদ
মাথাব্যথা (Headache) মাথা ব্যথার নির্দিষ্ট কোন সংজ্ঞা দেওয়া কঠিন। বলা হয় এটি এক ধরনের ব্যথা বা ব্যথার অনুভূতি যা মাথা …বিস্তারিত